Image description

অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় তার ভেরিফায়েড ফেসবুক পেজে পঞ্চগড় এবং সারজিস আলমকে নিয়ে একটি মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন। শনিবার রাতে দেওয়া এই পোস্টে তিনি লিখেছেন, "পঞ্চগড় দিনাজপুরের মানুষেরা একজন কাজ করে সাতজন খায়। দুষ্ট লোক কম। সফল হওয়ার রেটিং কম তবে যে সফল হয়, সে সরাসরি সারজিস আলম হয়ে যায়।"

জয়ের এই পোস্টটি সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। তার অনেক অনুসারী বিষয়টিকে ইতিবাচক বা হাস্যরসাত্মক হিসেবে দেখলেও, অনেকে আবার সমালোচনামূলক মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, "ঠিকই বলেছেন," আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন যে, এটি প্রশংসা না বদনাম। পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক আলোচনা শুরু হয়।

উল্লেখ্য, শাহরিয়ার নাজিম জয় সম্প্রতি তার নির্মিত সিরিজ 'পাপ কাহিনি'-তে অভিনয় করেছেন, যা ঈদুল আজহা উপলক্ষে আইস্ক্রিন প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল।