Image description

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী অক্টোবর মাসে দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন এবং সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একটি 'গোপন' বৈঠক করতে পারেন। সিএনএন-এর বরাতে জানা গেছে, ট্রাম্প এবং তার উপদেষ্টারা দক্ষিণ কোরিয়ার গিয়াংজু শহরে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (অ্যাপেক) বাণিজ্য সম্মেলনের ফাঁকে এই বৈঠকের পরিকল্পনা করছেন।

ট্রাম্প প্রশাসনের তিন শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, সম্মেলনের ফাঁকে শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের একটি দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের আলোচনা চলছে, যদিও তা এখনো চূড়ান্ত হয়নি। গত মাসে শি জিনপিং ট্রাম্পকে চীন সফরের আমন্ত্রণ জানান এবং ট্রাম্পও পাল্টা আমন্ত্রণ জানান।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, এই সফর মূলত অর্থনৈতিক সহযোগিতা নিয়ে হলেও, বাণিজ্য, প্রতিরক্ষা এবং অসামরিক পারমাণবিক সহযোগিতা নিয়েও আলোচনার সুযোগ তৈরি হতে পারে।

দক্ষিণ কোরিয়া সফরের কারণে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গেও ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এই সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্প নিজেও সাংবাদিকদের বলেছেন, তিনি কিমের সঙ্গে দেখা করতে প্রস্তুত।

তিনি বলেন, "আমি তা করব এবং আমরা আলাপ করব। উনি আমার সঙ্গে দেখা করতে চান। আমরা তার সঙ্গে বৈঠকের অপেক্ষায় আছি, আর সম্পর্ককে আরো ভালো করব।"

শি এবং কিম উভয়ের সঙ্গেই ট্রাম্পের সম্পর্ক এখন বেশ জটিল। সম্প্রতি বেইজিংয়ে শি, কিম, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি সামরিক কুচকাওয়াজে অংশ নেন, যা নিয়ে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষ করে মন্তব্য করেছেন। তিনি চীন, রাশিয়া ও ভারতকে যুক্তরাষ্ট্রবিরোধী 'ষড়যন্ত্র' করার জন্য অভিযুক্ত করেন।

এছাড়াও, যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ নিয়ে উত্তেজনা এখনো চলমান। এপ্রিলে ট্রাম্প চীনা পণ্যের ওপর ১৪৫% শুল্ক আরোপ করেন, যার জবাবে চীনও পাল্টা ব্যবস্থা নেয়। পরে নভেম্বর পর্যন্ত অতিরিক্ত শুল্ক কার্যকর না করার সিদ্ধান্ত নেন ট্রাম্প। বিশেষজ্ঞদের মতে, গিয়াংজু সম্মেলনটি ট্রাম্প ও শি'র মধ্যে বৈঠকের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হবে।