Image description

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, দেশের মেধাবীদের আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার মতো কোনো কার্যকর প্রকল্প সরকারের নেই। তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে অনেক মেধাবী শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে এবং শিক্ষাব্যবস্থা সংস্কারের কোনো উদ্যোগও বর্তমানে নেই।

ছাত্রশিবিরের বিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত 'ইবনে আল-হাইসাম সায়েন্স ফেস্ট ২০২৪'-এর নির্বাচিত টিমের সদস্যদের নিয়ে এক অনুষ্ঠানে জাহিদুল ইসলাম এই মন্তব্য করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ছাত্রশিবির ভবিষ্যৎ বিজ্ঞানীদের নিয়ে স্বপ্ন দেখে এবং তাদের পথচলায় গাইডলাইন, প্রশিক্ষণ, বিভিন্ন ক্যাম্প আয়োজন এবং বিশ্বমানের বিজ্ঞানীদের সঙ্গে যোগাযোগ স্থাপনে সহায়তা করবে।

জাহিদুল ইসলাম শিক্ষার্থীদের দেশ নিয়ে হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, "এ দেশে অনেক সুযোগ, সম্ভাবনা ও সম্পদ রয়েছে, যেগুলো তোমাদের কাজে লাগাতে হবে।" তিনি জোর দিয়ে বলেন যে, একজন শিক্ষার্থীর জন্য মেধা ও নৈতিকতার সমন্বয় অত্যন্ত জরুরি। তার মতে, আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এই দুটির সুন্দর সমন্বয় অপরিহার্য। তিনি শিক্ষার্থীদের আশ্বাস দেন যে, ছাত্রশিবির সবসময় তাদের এই যাত্রায় পাশে থাকবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের তৈরি করা প্রজেক্টগুলো উপস্থাপন করে এবং দেশের জন্য সেগুলোর উপযোগিতা তুলে ধরে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম, সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এবং দেশের খ্যাতিমান শিক্ষক ও গবেষকরা।