
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ৮ জন আহত হয়েছেন। সোমবার ভোরবেলা শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকার রেলওয়ে ওভারব্রিজের ঢালে এই দুর্ঘটনাটি ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দ্রুতগতির শ্যামলী পরিবহনের বাসটি একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের ভেতরে কয়েকজন যাত্রী আটকা পড়েন। ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
তিনি আরও বলেন, ট্রাকটিতে গ্যাস সিলিন্ডার ভর্তি থাকলেও কোনো বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। তবে দুর্ঘটনার কারণে প্রায় দেড় ঘণ্টা ধরে যান চলাচল ব্যাহত হয়।
Comments