
মাদারীপুরের কালকিনিতে খালের পানিতে ডুবে ওয়ালিদ নামে ২ বছর ১০ মাস বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কালকিনি পৌরসভার ৩নং ওয়ার্ডের চরফতে বাহাদুর গ্রামে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশু ওয়ালিদ ওই গ্রামের মোঃ জুয়েল বেপারীর ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সন্ধ্যার আগে ওয়ালিদ বাড়ির উঠানে অন্য শিশুদের সাথে খেলছিল। হঠাৎ সবার অগোচরে সে বাড়ির সামনের খালের দিকে চলে যায় এবং পা পিচলে পানিতে ডুবে যায়। পরিবার ও স্থানীয়রা খোঁজাখুঁজির পর না পেয়ে কালকিনি ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে মাদারীপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। তবে রাত ১১টা পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
শিশু ওয়ালিদের মা লিমা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছোট ছেলে ওয়ালিদ উঠানে বাচ্চাদের সাথে খেলছিল। আমি দুবার তাকে দেখে গেছি। হঠাৎ সে খালের দিকে গিয়ে পানিতে ডুবে গেছে।”
কালকিনি ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার খোকন জমাদার জানান, “খবর পেয়ে আমরা মাদারীপুর থেকে ডুবুরী দল নিয়ে উদ্ধার অভিযান শুরু করেছি। আমাদের তৎপরতা এখনো চলমান।”
শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।
Comments