
নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) যথেষ্ট আন্তরিকতার অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ‘আমি বিশ্বাস করি নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের আন্তরিকতা রয়েছে। কিন্তু এই আন্তরিকতা যথেষ্ট নয়। ফ্যাসিবাদ বিতারিত হবার পরও নির্বাচন নিয়ে আশংকা রয়েছে। একাত্তর ও ৭ নভেম্বরের পরাজিত শক্তি দেশ-বিদেশে বসেই ষড়যন্ত্র করছে। নুরুল হক নুরের ওপর হামলা ও ডাকসু নির্বাচন স্থগিতের (পরে স্থগিতাদেশ স্থগিত) পর মনে হচ্ছে আমরা আরেকটি যুদ্ধের সম্মুখীন হচ্ছি।’
আজ সোমবার কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে কুমিল্লা জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গয়েশ্বর। সমাবেশে কেন্দ্রীয় বিএনপি এবং উত্তর ও দক্ষিণ এবং মহানগর বিএনপির নেতৃবৃন্দ ও নেতা-কর্মীরা অংশগ্রহন করেন।
গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, ‘বিএনপির সরকারে থাকার অভিজ্ঞতা রয়েছে, আবার বিরোধী দলে থাকার অভিজ্ঞতাও রয়েছে। দলের দুঃসময়ে বড় বড় অনেক নেতা দল ছেড়ে গিয়েছে, কিন্তু তৃণমূলের কোনো নেতা-কর্মী বিএনপি, খালেদা জিয়া ও তারেক রহমানকে ছেড়ে যায় নাই। বিএনপি হলো তৃণমূল মানুষের দল। বিএনপিকে নিয়ে কোনো ষড়যন্ত্র করে লাভ নাই।’
কুমিল্লা মহানগর বিএনরি সভাপতি উদবাতুল বারী আবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম, বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ ভূঁইয়া, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সীসহ অন্যান্যরা।
Comments