Image description

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নুরের নাক ও চোয়ালের হাড় ভেঙে যাওয়ায় পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে। গত শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে পুলিশ ও সেনাবাহিনীর কয়েকজন সদস্যের লাঠিপেটায় নুর মাথা ও নাকে গুরুতর আঘাত পান। এরপর তাকে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয় এবং চিকিৎসকদের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। শনিবার সকালে তার জ্ঞান ফিরলেও চিকিৎসকরা তাকে তখনও শঙ্কামুক্ত বলেননি।

ঢাকা মেডিকেলের নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জাহিদ রায়হান জানান, নুরের মাথায় তীব্র আঘাতের কারণে তাকে এখনও পুরোপুরি শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। হাসপাতালের পরিচালক জানান, নুরের নাক থেকে রক্তক্ষরণ হয়েছিল, যার কিছু অংশ শ্বাসনালীতে চলে গিয়েছিল। গতকাল কাশির সঙ্গে দুবার রক্ত বের হলেও এটি উদ্বেগের কারণ নয়। নুরের নাক ও চোয়ালের হাড় সারতে ৪ থেকে ৬ সপ্তাহ এবং চোখে জমাট রক্ত সারতে ১ থেকে ২ সপ্তাহ সময় লাগবে। তাকে নরম খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, তবে খাওয়ার সময় ব্যথা অনুভব করছেন তিনি।

আজ সকালে নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন নুরের অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান এবং নুরসহ অন্য আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকদের নির্দেশ দেন।