কুসংস্কার মুক্ত সমাজ গড়তে প্রতিবন্ধী ও চর্ম রোগীদের ইয়ুথ ক্লাব

দিনাজপুরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান "দীপশিখার" তত্বাবধানে সমাজের প্রচলিত কুসংস্কার দূরীকরণে প্রতিবন্ধী ও চর্ম রোগীদের নিয়ে ইয়ুথ ক্লাব গঠন। বিরলের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান "দীপশিখার" তত্বাবধানে সমাজের প্রচলিত কুসংস্কার ও কুপ্রথা দূরীকরণ ও চিকিৎসা সেবা নিশ্চিত করনে।
জেলার কাহারোল উপজেলার দুইটি ইউনিয়নে (তাঁরগাও ও রসুলপুর) নেদারল্যান্ড ভিত্তিক দাতা সংস্থা লিলিয়ান ফডসের আর্থিক সহায়তায় সিডিসি প্রকল্পের আওতায় এনাউন্সমেন্ট অফ দ্যা ইয়ুথ ক্লাবের আয়োজনে শুধু মাত্র প্রতিবন্ধী ও চর্ম রুগিদের নিয়ে হাসনা হেনা যুব ক্লাব নামের ক্লাব গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিবিআর ফ্যাসিলিটিস অফিসার শোভা রায়ের সঞ্চালনায় সিবিআর অফিসার মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীপশিখার আঞ্চলিক ব্যবস্থাপক ধনঞ্জয় দেবনাথ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইমতিয়াজ আহমেদ, রসুল পুর ইউপি প্যানাল চেয়ারম্যান মো রাসেল হোসেন, ইউপি সদস্যা ঝর্না রায়, রিনা আক্তার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক সহ আরো অনেকে।
Comments