Image description

মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পর ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, ভারত কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না বা দুর্বলতা প্রকাশ করবে না। নতুন বাজার খুঁজে রপ্তানি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

শুক্রবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে গয়াল বলেন, “যদি কেউ মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায়, ভারত সর্বদা প্রস্তুত। কিন্তু কোনো বৈষম্য আমরা মেনে নেব না। আমরা নতুন বাজার দখল করব।” রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত এই শুল্ককে ভারত ‘অন্যায্য ও অযৌক্তিক’ বলে সমালোচনা করেছে।

২০২৪ সালে যুক্তরাষ্ট্রে ৮৭.৩ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে ভারত। তবে শুল্কের কারণে পোশাক, সামুদ্রিক খাবার ও গহনার ক্রয়াদেশ বাতিল হওয়ায় ছাঁটাইয়ের শঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই শুল্ক বাণিজ্য নিষেধাজ্ঞার মতো, যা ছোট প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

গয়াল জানান, সরকার প্রতিটি খাতকে সহায়তা করতে এবং রপ্তানি বাড়াতে শিগগিরই নতুন পদক্ষেপ ঘোষণা করবে। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “এ বছর আমাদের রপ্তানি গত বছরের তুলনায় বেশি হবে।”