রায়গঞ্জে ব্রিজের অভাবে লাখো মানুষের দুর্ভোগ, জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি শূন্য

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ও ঘুড়কা ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে চলা ফুলজোর নদীর জয়ানপুর এলাকায় সেতুর অভাবে ২৫-৩০টি গ্রামের লাখো মানুষ ৫৩ বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। নৌকাই এখানকার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম। জনপ্রতিনিধিরা নির্বাচনের সময় সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও কেউ কথা রাখেননি।
ফুলজোর নদীর দুই তীরে বসবাসকারী মানুষের যোগাযোগের প্রধান পথ জয়ানপুর খেয়াঘাট। রায়গঞ্জ বাজার, উপজেলা সদর, ইউনিয়ন পরিষদ, স্কুল, বাজার, স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য প্রতিদিন শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় নদী পার হন। ধানগড়া, জয়ানপুর, বেষ্টপুর, বেংঙনাই, তেগুরী, গংগা রামপুর, আটঘরিয়া, দরবস্ত, বাসুরিয়া, বেগমপুর, জঞ্জালীপাড়া, নাঙলমোরা, কালীকাপুর, দাদপুর, সাহেবগঞ্জসহ একাধিক গ্রামের মানুষ এই খেয়াঘাটের উপর নির্ভরশীল।
স্থানীয়রা জানান, স্বাধীনতার পর থেকে জনপ্রতিনিধিরা ব্রিজ নির্মাণের ওয়াদা করলেও কেউ তা বাস্তবায়ন করেননি। ফলে কৃষকসহ এ অঞ্চলের মানুষ উৎপাদিত পণ্য বাজারজাত করতে না পেরে কম মূল্যে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। সেতু নির্মিত হলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং এলাকার মানুষের ভাগ্য পাল্টাবে।
রায়গঞ্জ উপজেলার প্রকৌশলী রবিউল আলম জানান, ব্রিজ নির্মাণের জন্য একটি টিম ইতিমধ্যে এলাকা পরিদর্শন করেছে। আশা করা হচ্ছে, শীঘ্রই বাকি কাজ সম্পন্ন করে নির্মাণ শুরু হবে।
Comments