Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবিরের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি আগামী মঙ্গলবার (৫ আগস্ট) অনুষ্ঠিত হবে। রোববার (৩১ আগস্ট) বিচারপতি এস কে তাহসিন আলী ও হাবিবুল গনির আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।

রিট দায়ের করেন ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণআন্দোলন বিষয়ক সম্পাদক বি এম ফাহমিদা আলম। রিটে বলা হয়, ফরহাদ পূর্বে ছাত্রলীগের কমিটিতে ছিলেন। এরপরও তিনি কীভাবে ছাত্রশিবিরের প্যানেলে প্রার্থী হলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ফরহাদ ফেসবুক পোস্টে বলেন, “আমার প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট দায়েরকারী বামজোটের নেত্রীকে শুভেচ্ছা জানাই। অপপ্রচারের চেয়ে এই আইনি উদ্যোগ ভালো পদক্ষেপ। বাধা-ষড়যন্ত্র মাড়িয়ে আমরা এগিয়ে যাব, ইনশাআল্লাহ।”

ডাকসু নির্বাচনে ছাত্রশিবির থেকে ভিপি পদে সাদিক কায়েম ও জিএস পদে এস এম ফরহাদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’ প্যানেলে ভিপি পদে মো. নাইম হাসান হৃদয় ও জিএস পদে এনামুল হাসান অনয় প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই প্যানেলে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বিসিএল-এর সমন্বয় রয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর।