
ফরিদপুরের ভাঙ্গা পৌরসভায় নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর উজ্জ্বল মোল্লা (২৮) নামে এক রঙমিস্ত্রির পচে যাওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ভাঙ্গা পৌরসভার নুরপুর গ্রামের আক্কাস শেখের একটি পরিত্যক্ত বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, উজ্জ্বল মোল্লা মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই আক্কাস শেখের ওই পরিত্যক্ত বাড়িতে মাদক সেবন ও রাত্রিযাপন করতেন। গত পাঁচ-ছয় দিন ধরে তার কোনো খোঁজ ছিল না।
শুক্রবার দুপুরে বাড়ির মালিক আক্কাস শেখ তার পরিত্যক্ত বাড়িতে গিয়ে ঘরের ভেতরে একটি লাশ পড়ে থাকতে দেখে চিৎকার করে জ্ঞান হারান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ফরিদপুরের এএসপি আসিফ ইকবাল বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক সেবনের কারণেই তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।”
Comments