Image description

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, জয় (সজীব ওয়াজেদ জয়) সাহেব মৌলবাদের ওপর খুবই ক্ষিপ্ত। টুপিওয়ালা দাড়িওয়ালাদের দেখলে মেজাজ খারাপ হয়। একই বক্তব্য তারেক (তারেক রহমান) সাহেবের। তারেক সাহেব আর জয় সাহেবের বক্তব্যে কোনো পার্থক্য নেই।

বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জের নাসিক ৩ নম্বর ওয়ার্ডস্থ গ্রিন গার্ডেন রেস্টুরেন্টে নারায়ণগঞ্জ জেলা ইসলামী যুবক আন্দোনের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

ফয়জুল করীম বলেন, মির্জা ফখরুল সাহেব শরিয়া আইন বিশ্বাস করেন না। তাকে আমার খুব ভালো লাগে। উনি স্পষ্টবাদী। এটা ভালো গুণ। উনি একজন ভালো রাজনীতিবিদ, এজন্য উনাকে আমার ভালো লাগে। উনি গণতন্ত্র সম্পর্কে যে আলোচনা করেন উনার দল কি উনার বক্তব্য মানেন?

তিনি বলেন, মির্জা ফখরুল সাহেবের নেতারা বক্তব্য দেয়, কেউ যদি অন্য মার্কায় ভোট দেয় তাহলে বিএনপি কর্মীরা তাকে ঠ্যাং ভেঙে বের করে দেবে। এগুলোকে ডিক্টেটরশিপ বলে। এগুলো হলো চরমপন্থা, একনায়কতন্ত্র, এটাকে বাকশাল বলা হয়। 

তিনি আরও বলেন, ১৯৭৩ এর নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন ছিল সে সময় ২৯৩ টি সিট আওয়ামী লীগ এককভাবে পেয়েছিলো। ১৯৯৬ থেকে বিএনপির আমলে প্রশ্নবিদ্ধ নির্বাচন ছিল। এককভাবে সে নির্বাচন বিএনপি উপহার দিয়েছিল।