Image description

সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী আদালতের কাছে নিজের জামিনের জন্য আবেদন করেননি। তিনি জানান, আদালতের জামিন দেওয়ার ক্ষমতা নেই। শুক্রবার (২৯ আগস্ট) ঢাকার মহানগর হাকিম সারাহ্ ফারজানা হকের আদালতে জামিন শুনানির সময় তিনি তার আইনজীবীর কাছে এই মন্তব্য করেন।

লতিফ সিদ্দিকীর আইনজীবী সাইফুল ইসলাম সাইফ জানান, যখন তার কাছে ওকালতনামায় স্বাক্ষর করতে যাওয়া হয়, তখন তিনি বলেন, “যে আদালতের জামিন দেওয়ার ক্ষমতা নেই, তার কাছে কেন জামিন চাইব? আমি ওকালতনামায় স্বাক্ষর করব না, জামিন চাইব না।”

এদিকে আদালত ১৬ জন আসামির সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেন, যদিও লতিফ সিদ্দিকী বাদে বাকি ১৫ জন জামিনের আবেদন করেছিলেন। কাঠগড়ায় থাকা অবস্থায় লতিফ সিদ্দিকীকে হাসিখুশি দেখা যায়। এ সময় তার পরনে ছিল বুলেটপ্রুফ জ্যাকেট।

উল্লেখ গতকাল ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি গোলটেবিল বৈঠকে হট্টগোলের সময় লতিফ সিদ্দিকীসহ অন্যদের ওপর ‘মব’ হামলা চালানো হয়। পুলিশ তাদের উদ্ধার করে হেফাজতে নেয় এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে।