Image description

নেত্রকোণার বারহাট্টা উপজেলার নিজ চিরাম গ্রামে পঞ্চাশোর্ধ মিলন বেগ (৫৫) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে চিরাম ইউনিয়নের কামাল মেম্বারের বাড়ির পিছনের পুকুরপাড় থেকে তার লাশ উদ্ধার করে বারহাট্টা থানা পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান।

মিলন বেগ নিজ চিরাম গ্রামের মৃত হোসেন বেগের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি চিরাম বাজারে চায়ের দোকান চালাতেন এবং পরে কাঠমিস্ত্রির কাজ করতেন। তবে তিনি অতিরিক্ত গাঁজা সেবন করতেন বলে পরিবার ও এলাকাবাসীর অভিযোগ।

বুধবার গভীর রাতে পুলিশ মাদক ও জালিয়াতি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি কামাল মেম্বারের ছেলে লিটন মিয়া (৪২) কে গ্রেফতার করে। গ্রেফতারের সময় লিটনের মোবাইল ও চাবি মিলন বেগের হাতে দেওয়া হয়। 

এসআই কাদির জানান, এর কিছুক্ষণ পর রাত আনুমানিক ২টা ২০ মিনিটে মিলনকে পুকুরপাড়ে খিঁচুনি ও বমি করতে দেখে কামাল মেম্বার ও তার পরিবারের সদস্যরা তার মাথায় পানি ঢালেন। এরপর মিলনের মৃত্যু হয়। কামাল মেম্বার বিষয়টি প্রথমে কনস্টেবল রাসেল মিয়াকে জানান।

ওসি কামরুল হাসান জানান, লিটন মিয়াকে মাদক ও জালিয়াতি মামলায় গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মিলন বেগের মৃত্যু সম্পর্কে তিনি বলেন, “তার পরিবার ও এলাকাবাসী জানিয়েছে, মিলন অতিরিক্ত গাঁজা সেবন করতেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানো হয় এবং বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।” এ ঘটনায় বারহাট্টা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এলাকাবাসীর কেউ কেউ মৃত্যুটিকে রহস্যজনক মনে করলেও পরিবার ও স্থানীয়রা অতিরিক্ত গাঁজা সেবনকেই মৃত্যুর কারণ হিসেবে ধারণা করছেন।