Image description

ব্যাটারিচালিত ইজিবাইক, রিকশা ও ভ্যান চালকদের পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে শ্রমিক উইং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা এই কর্মসূচি পালন করে।

শ্রমিক উইং এনসিপি'র নেতারা জেলা প্রশাসক এবং পৌর প্রশাসকের কাছে তাদের দাবিগুলো তুলে ধরেন। অতিরিক্ত জেলা প্রশাসক মো. মিজানুর রহমান তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা সেখান থেকে সরে যান। এরপর তারা শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে একটি সমাবেশ করেন।

কুষ্টিয়া জেলা শ্রমিক উইং এনসিপি’র সমন্বয়কারী মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন শ্রমিক উইং এনসিপি’র কেন্দ্রীয় নেতা মো. আলম হোসেন। সমাবেশে আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা এনসিপি’র সিনিয়র সংগঠক এবাদত আলী, কুষ্টিয়া জেলা এনসিপি’র সংগঠক শরিফুল ইসলাম সবুজ, মিরপুর উপজেলা এনসিপি নেতা স্টারলিন এবং কুষ্টিয়া জেলা ছাত্র সংসদের নেতা মুন্না।

এই কর্মসূচির মাধ্যমে তাদের ৫টি প্রধান দাবি হলো:

পৌর এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইক, রিকশা ও ভ্যান চলাচলের জন্য একটি নীতিমালা তৈরি করতে হবে। আলোচনা সাপেক্ষে লাইসেন্স ফি নির্ধারণ করতে হবে। চালকদের বিশ্রামের জন্য বিভিন্ন স্থানে স্ট্যান্ডের ব্যবস্থা করতে হবে। যানবাহনগুলোর সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করতে হবে। চালকদের প্রশিক্ষণের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স প্রদানের ব্যবস্থা করতে হবে।