মাদারগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ও বালিজুড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমানকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃত ওবায়দুর রহমানকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, গতকাল বুধবার গভীর রাতে তার নিজ এলাকা তারতাপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ওবায়দুর রহমানের বিরুদ্ধে পূর্বে দায়ের করা একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলা এবং একটি সমবায় সমিতির টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, "ওবায়দুর রহমান সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় পলাতক ছিলেন। আজ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।"
Comments