Image description

অপারেশন থিয়েটারে রোগীর সঙ্গে টিকটক ভিডিও ধারণ ও তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর সমালোচনার মুখে নড়াইলের লোহাগড়া উপজেলার প্রত্যাশা ক্লিনিকের অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাতের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়।

জানা যায়, প্রত্যাশা ক্লিনিকে কর্মরত এক নার্স, প্রিয়া, অপারেশন থিয়েটারে অচেতন ও মুমূর্ষু রোগীদের সামনে দাঁড়িয়ে টিকটক ভিডিও তৈরি করে তা আপলোড করেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিধিমালা অনুযায়ী এটি একটি গুরুতর অপরাধ। এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে।

এ বিষয়ে অভিযুক্ত নার্স প্রিয়া তার ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। অন্যদিকে, ক্লিনিকের মালিক সেলিমও বিষয়টি স্বীকার করে প্রিয়াকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ করেন। তবে গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে নড়েচড়ে বসে স্বাস্থ্য বিভাগ।

এরপর জেলা সিভিল সার্জনের নির্দেশে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ক্লিনিকটিতে যান এবং এর অপারেশন থিয়েটারটি সিলগালা করে দেন। এই পদক্ষেপের সময় চিকিৎসক কৃষ্ণপদ বিশ্বাস, ইপিআই প্রকল্পের প্রধান সমন্বয়কারী প্রশান্ত ঘোষ, প্রশাসনিক কর্মকর্তা গোলাম কিবরিয়া, এবং লোহাগড়া উপজেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি কাজী মুরাদ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ডা. আবুল হাসনাত বলেন, "অপারেশন থিয়েটারে যেকোনো কর্মকাণ্ড প্রকাশ করা একটি দণ্ডনীয় অপরাধ। আর সেখানে মুমূর্ষু রোগীকে বেডে রেখে টিকটক করা তো সীমাহীন অপরাধ।" তিনি আরও জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লিনিকের অপারেশন থিয়েটারটি বন্ধ থাকবে।