Image description

নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাউস্ট)-তে 'টেকনিক্যাল থিসিস রাইটিং' শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে এই সেমিনারটি আয়োজন করা হয়। এর যৌথ আয়োজক ছিল বাউস্টের 'ক্যারিয়ার সোসাইটি' এবং 'মেকানিক্যাল সোসাইটি'।

সেমিনারে প্রথম থেকে চতুর্থ বর্ষের ইঞ্জিনিয়ারিং ও নন-ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বাউস্টের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহমুদুল আদিল সেশনটি পরিচালনা করেন। তিনি একটি সঠিক ও সুসংগঠিত থিসিস পেপার লেখার কৌশল, এর কাঠামো, লেখার নিয়ম এবং যথাযথ রেফারেন্সিং পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তার এই দিকনির্দেশনা শিক্ষার্থীদেরকে থিসিস লেখার মৌলিক থেকে উচ্চতর পর্যায় পর্যন্ত জ্ঞান অর্জনে সহায়তা করে।

অনুষ্ঠানে ক্যারিয়ার সোসাইটি অফ বাউস্ট-এর সভাপতি আতিফ হোসেন এবং সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান তপু, মেকানিক্যাল সোসাইটি অফ বাউস্ট-এর সভাপতি এহতেশাম কবির বকুল এবং সাধারণ সম্পাদক হাসিবুল আলম সাব্বির উপস্থিত ছিলেন। তারা শিক্ষার্থীদের গবেষণামূলক কার্যক্রমে অংশগ্রহণের জন্য উৎসাহ প্রদান করেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের মধ্যে গবেষণার প্রতি আগ্রহ বাড়াবে এবং ভবিষ্যতে তাদের একাডেমিক ও পেশাগত জীবনে আরও দক্ষ করে তুলবে।