Image description

বগুড়ার শিবগঞ্জে সাত লক্ষ টাকার জালনোটসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মোকামতলার মুরাদপুর এলাকায় মীর অ্যান্ড রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে বগুড়া-রংপুর মহাসড়কে একটি চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত ব্যক্তির নাম রিয়াজুল ইসলাম (৩৯)। তিনি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার সুখদেব পশ্চিমপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মুরাদপুর এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে তল্লাশি অভিযান শুরু করে। এ সময় রংপুর থেকে আসা 'আসাদ এন্টারপ্রাইজ'-এর একটি স্লিপার যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। রিয়াজুলের কাছে থাকা একটি স্কুলব্যাগে ১৪০০টি ৫০০ টাকার জালনোট পাওয়া যায়। এরপরই তাকে আটক করে পুলিশ।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সারওয়ার পারভেজ জানান, রিয়াজুলকে জালনোটসহ হাতে-নাতে আটক করা হয়েছে। আটকের পর তাকে দুপুরের মধ্যে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, জালনোট প্রতিরোধে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।