Image description

পাবনার আটঘরিয়া উপজেলায় ২০২৫-২৬ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(২৮ আগস্ট) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা চত্বরে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা মোতমাইন্না-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, অতিরিক্ত কৃষি অফিসার শাহাবুদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফুল ইসলাম ও আব্দুল মান্নান সহ উপ-সহকারী কৃষি অফিসারবৃন্দ।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা মোতমাইন্না জানান, উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১৮০ জন কৃষককে এই প্রণোদনা দেওয়া হয়েছে। প্রত্যেক কৃষককে ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার দেওয়া হয়। এই উদ্যোগের ফলে কৃষকরা উপকৃত হবেন এবং মাসকলাই চাষে আরও উৎসাহিত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।