প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে মাভাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

রাজধানীতে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের হল চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এই বিক্ষোভ থেকে শিক্ষার্থীরা প্রকৌশল আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে নতুন করে পাঁচটি দাবি তুলে ধরেছেন। তাদের দাবিগুলো হলো:
১. শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং জবাবদিহি করতে হবে।
২. ডিসি মাসুদকে শিক্ষার্থীদের হাতে ছুরি থাকার প্রমাণ দিতে হবে। প্রমাণ দিতে ব্যর্থ হলে তাকে অবিলম্বে বহিষ্কার করতে হবে।
৩. পূর্বে গঠিত তদন্ত কমিটি বাতিল করে অবিলম্বে শিক্ষার্থীদের প্রস্তাবিত তিন দফা নির্বাহী আদেশে বাস্তবায়ন করতে হবে।
৪. হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় সরকারকে বহন করতে হবে এবং আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৫. প্রকৌশল আন্দোলনের অন্যতম নেতা রোকনের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে চাকরি থেকে বহিষ্কার করতে হবে।
বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. হৃদয় হোসাইন বলেন, "পুলিশ হামলা চালিয়ে আমাদের ন্যায্য আন্দোলন দমন করতে চায়। কিন্তু আমরা ভয় পাই না। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।"
আইসিটি বিভাগের শিক্ষার্থী তানবীর ইসলাম তামিম বলেন, "শিক্ষার্থীদের হাতে অস্ত্র ছিল বলে মিথ্যা প্রচার চালানো হয়েছে। আমরা এর সঠিক জবাব চাই। প্রমাণ দিতে না পারলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।"
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান রাকিব বলেন, "প্রকৌশল শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে দমন করার জন্য যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ভয় দেখিয়ে কিংবা দমন-পীড়ন চালিয়ে আন্দোলন থামানো যাবে না।"
শিক্ষার্থীরা আরও জানান, তাদের ন্যায্য দাবির পক্ষে এই আন্দোলন অব্যাহত থাকবে এবং কোনো ধরনের দমনপীড়ন তারা মেনে নেবেন না। এই বিক্ষোভের আয়োজন করে 'প্রকৌশলী অধিকার আন্দোলন, মাভাবিপ্রবি' নামে একটি সংগঠন।
Comments