মঞ্চ ৭১-এর গোলটেবিল বৈঠকে হট্টগোল, লতিফ সিদ্দিকীসহ ১৫ জন পুলিশ হেফাজতে
মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত গোলটেবিল বৈঠকে হট্টগোল ও বিক্ষোভের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ প্রায় ১৫ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) “মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান” শীর্ষক এই বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে বীর মুক্তিযোদ্ধা, আইনজীবী, সাংবাদিক, শিক্ষক ও সাবেক আমলাসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি। বৈঠক শুরু হওয়ার পর দুই-তিনটি বক্তব্য শেষ হওয়ার কিছুক্ষণ পর একদল ব্যক্তি মিছিল নিয়ে ঘটনাস্থলে প্রবেশ করে এবং গেট বন্ধ করে দেয়, যার ফলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আটকদের শাহবাগ থানায় নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ জানান, “আটকদের শাহবাগ থানায় নেওয়া হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত সিনিয়র কর্মকর্তারা নেবেন।”
বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বলেন, “বৈঠকে বিভিন্ন দল-মতের মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। লতিফ সিদ্দিকী উপস্থিত ছিলেন, তবে কামাল হোসেন আসেননি। হঠাৎ ২০-২৫ জনের একটি দল এসে হট্টগোল শুরু করে এবং আমাদের ঘিরে ফেলে।”
পুলিশ ৩০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে এবং লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে পুলিশ ভ্যানে নিয়ে যায়। আটকদের মধ্যে আওয়ামী লীগের কয়েকজন নেতাও রয়েছেন বলে জানা গেছে। বর্তমানে ঘটনার তদন্ত চলছে।
Comments