
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সরকারি মাহ্তাব উদ্দিন কলেজের সংস্কার ও উন্নয়নের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কলেজ শাখা ৩০ দফা প্রস্তাবনা পেশ করেছে। কলেজ অধ্যক্ষ বরাবর এই প্রস্তাবনার স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের ঝিনাইদহ জেলা শাখার কলেজ সম্পাদক মাজেদুল হক নাসিম, কলেজ সভাপতি মো. হুসাইন আহমেদ, সেক্রেটারি তালহা জুবায়েরসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
প্রস্তাবনায় উল্লেখিত দাবিগুলোর মধ্যে রয়েছে পর্যাপ্ত ক্লাসরুম ও নিয়মিত ক্লাস নিশ্চিত করা, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি চালু, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের পরিচয়পত্র প্রদান এবং ক্যাম্পাসে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক করা। এছাড়া, ক্যাম্পাসের প্রতিটি গেটে নিরাপত্তা প্রহরী নিয়োগ, জুলাই ২৪ গণহত্যায় জড়িত ও সহযোগীদের স্থায়ী বহিষ্কার, বিজ্ঞান ক্লাব ও বিতর্ক ক্লাব গঠনসহ মোট ৩০টি দাবি জানানো হয়েছে।
ছাত্রশিবিরের নেতৃবৃন্দ জানান, এই প্রস্তাবনা বাস্তবায়ন হলে কলেজের শিক্ষা ও নিরাপত্তা ব্যবস্থার উন্নতি হবে এবং শিক্ষার্থীদের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হবে।
Comments