
আশুলিয়ার বগাবাড়ী বাজার এলাকায় সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুস সামাদ (৭৩) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। স্থানীয় জনতার হাতে আটকের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গত মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় ওই বৃদ্ধকে তিনি ভাড়া থাকা বাসা থেকে আটক করা হয়। আটককৃত আব্দুস সামাদ নাটোর জেলার নলডাঙ্গা থানার ঠাকুর লক্ষীকোল এলাকার মৃত হামেদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার সন্ধ্যায় ভুক্তভোগী শিশুসহ আরও কয়েকজন শিশু অভিযুক্তের বাসায় যায়। অন্য শিশুরা চলে গেলেও ভুক্তভোগী শিশু কিছুক্ষণ বাসায় থেকে যায়। পরে অভিযুক্ত বৃদ্ধ শিশুটিকে তার মায়ের কাছে পৌঁছে দেয়। শিশুর মা কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করে বিষয়টি বুঝতে পারেন। অভিযুক্ত তখন কৌশলে পালিয়ে যান। বাড়ির মালিক বিষয়টি মীমাংসার আশ্বাস দিলেও সোমবার রাতে মীমাংসার চেষ্টা ব্যর্থ হয়। মঙ্গলবার স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি জানাজানি হলে জনতা বৃদ্ধকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Comments