
তিন দফা দাবি আদায়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৩টার দিকে শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করলে ওই এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীদের প্রধান দাবিগুলো হলো, নবম গ্রেডের ইঞ্জিনিয়ারিং পদ বা সহকারী প্রকৌশলী পদে নিয়োগের ক্ষেত্রে সকল প্রার্থীকে অবশ্যই নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং তাদের বিএসসি ডিগ্রি থাকতে হবে। কোনোভাবেই কোটার মাধ্যমে পদোন্নতি দেওয়া যাবে না বা ভিন্ন নামে সমমানের পদ তৈরি করে পদোন্নতি দেওয়া যাবে না।
তাদের দ্বিতীয় দাবি হলো, দশম গ্রেডের কারিগরি পদ বা উপ-সহকারী প্রকৌশলী পদের জন্য নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা এবং বিএসসি উভয় ডিগ্রিধারীদের জন্য উন্মুক্ত রাখতে হবে।
এছাড়া, যারা ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রিধারী নন, অথচ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করছেন, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন শিক্ষার্থীরা।
বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থী বলেন, "এটি আমাদের দীর্ঘদিনের আন্দোলন। কিন্তু সরকার আমাদের দাবির প্রতি কোনো মনোযোগ দিচ্ছে না, তাই আমরা বাধ্য হয়ে রাজপথে নেমেছি।"
সূত্র: ইউএনবি
Comments