Image description

দুই বছর পর ওটিটিতে ফিরছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো, তার নতুন ওয়েব সিরিজ ‘আকা’ দিয়ে। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি মিলনায়তনে এই সিরিজের ট্রেলার মুক্তি দেওয়া হয়েছে, যা দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে।

নির্মাতা ভিকি জাহেদ-এর পরিচালনায় সাত পর্বের এই সিরিজে নিশো এক রহস্যময় অপরাধী চরিত্রে অভিনয় করেছেন। ট্রেলারের ট্যাগলাইনে লেখা আছে: “আকা শোনেনা কোনো উপদেশ। আকা মানে না কোনো নিয়ম। সে আসছে হাতুড়ির জোরে দেশে ন্যায় ফিরিয়ে আনতে।”

এই সিরিজের মাধ্যমে অভিনেত্রী মাসুদা রহমান নাবিলার ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হচ্ছে। সিরিজে নিশোর বিপরীতে তিনি অভিনয় করেছেন। নিশো ও নাবিলা ছাড়াও এতে আরও আছেন ইমতিয়াজ বর্ষণ, জয়ন্ত চট্টোপাধ্যায়, আজিজুল হাকিম, এ কে আজাদ সেতু এবং শ্যামন্তি সৌমি।

হইচইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৪ সেপ্টেম্বর প্ল্যাটফর্মটিতে ‘আকা’ মুক্তি পাবে। ভিকি জাহেদ আশা করেন, এই সিরিজটি দর্শককে রহস্য, ভালোবাসা এবং প্রতিশোধের এক নতুন অভিজ্ঞতা দেবে।