
আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আপত্তি নেই, তবে তার আগে সংস্কার ও বিচারের সুনির্দিষ্ট রূপরেখা দিতে হবে। মঙ্গলবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘মায়ের ডাক’–এর আয়োজনে গুম নিয়ে আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শনকালে একথা বলেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
তিনি বলেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগ রাজনৈতিক দলগুলোর মতানৈক্যের সুযোগ নিচ্ছে এবং গুম কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারছে না। তিনি আরও বলেন, গুমের বিষয়টি সুনির্দিষ্ট এবং এর তদন্ত হওয়া জরুরি। প্রধান উপদেষ্টা এই বিষয়টি এড়িয়ে গেলে তাকেই এর দায় নিতে হবে।
ব্যক্তিগত চরিত্র হননের সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, মতপার্থক্যের কারণে রুমিন ফারহানাকে সাইবার বুলিং করা হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়।
এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা গুমের সমালোচনা করে স্থায়ীভাবে স্বাধীন গুম কমিশন গঠনসহ তিনটি দাবি তুলে ধরেন।
Comments