
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে, তবে লেনদেন হয়েছে এক বছরের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন উল্লেখযোগ্যভাবে কমেছে।
মঙ্গলবার বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট কমে ৫ হাজার ৪৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে ২ হাজার ১২৩ পয়েন্টে নেমেছে। তবে ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৭০ পয়েন্ট বেড়েছে। এদিন ডিএসইতে মোট ১ হাজার ২৪৭ কোটি ৬৮ লাখ ১৯ হাজার টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, যা গত বছরের ১১ আগস্টের পর সর্বোচ্চ। ওইদিন লেনদেন হয়েছিল ২ হাজার ১০ কোটি ৮ লাখ টাকা।
আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ২১৫টির শেয়ারের দর কমেছে এবং বেড়েছে মাত্র ১৩৭টির। লেনদেন বাড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছে সিটি ব্যাংক, যার ৪২ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে মালেক স্পিনিং, বাংলাদেশ শিপিং করপোরেশন, সোনালি পেপার, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, বিকন ফার্মাসিউটিক্যালস, বিচ হ্যাচারি, আলিফ ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।
অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫ পয়েন্ট বেড়েছে। সেখানে লেনদেনে অংশ নেওয়া ২৪২টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৭টির দাম বেড়েছে, ৯৭টির কমেছে এবং ২৮টির দাম অপরিবর্তিত ছিল। তবে সিএসইতে লেনদেন হয়েছে মাত্র ১৫ কোটি ১ লাখ টাকা, যা আগের দিনের লেনদেন (৫০ কোটি ৪৫ লাখ টাকা) থেকে অনেক কম।
Comments