
পাবনার ঈশ্বরদীতে মধুমতি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের (৩৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) ঈশ্বরদী জংশনের কাছে পাতিবিল এলাকায় রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী ট্রেনটি অতিক্রমের সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আমজাদ হোসেন জানান, রেললাইন পার হওয়ার সময় যুবকটি ট্রেনে কাটা পড়ে, এবং তার দেহ দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠায়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় নির্ধারণের জন্য বিবিআই ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে, এবং এর মাধ্যমে শীঘ্রই পরিচয় শনাক্তের আশা করা হচ্ছে।
Comments