Image description

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের বেতন বৈষম্য দূরীকরণসহ তিন দফা দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন। ছয়টি সংগঠনের সমন্বয়ে গঠিত ‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’-এর আহ্বানে আগামী ৩০ আগস্ট, শনিবার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে একটি মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

শিক্ষকদের প্রধান দাবিগুলো হলো:

১. সহকারী শিক্ষকদের এন্ট্রি পদে জাতীয় বেতন স্কেলের ১১তম গ্রেড বাস্তবায়ন।

২. ১০ ও ১৬ বছর চাকরি পূর্তিতে উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ।

৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি।

বর্তমানে প্রধান শিক্ষকরা ১০ম গ্রেডে (শুরুর বেতন ১৬ হাজার টাকা) এবং সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে (শুরুর বেতন ১১ হাজার টাকা) বেতন পান। এর ফলে এক দশক পর দুই পদের বেতনের মধ্যে প্রায় ১৫ হাজার টাকার ব্যবধান তৈরি হয়। শিক্ষকরা এটিকে চরম বৈষম্য হিসেবে দেখছেন।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, তারা দীর্ঘদিন ধরে ১১তম গ্রেডের দাবি জানাচ্ছেন। তিনি আরও বলেন, যদি ৩০ আগস্টের মধ্যে দাবি পূরণ না হয়, তাহলে শহীদ মিনারের মহাসমাবেশ থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

তিনি জানান, প্রায় ৩ লাখ সহকারী শিক্ষক উচ্চতর গ্রেড থেকে বঞ্চিত এবং প্রায় ৩৬ হাজার প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণে সহকারীদের শতভাগ পদোন্নতি চাওয়া হচ্ছে। এর আগে শিক্ষকরা ধাপে ধাপে কর্মবিরতি পালন করেছিলেন এবং ২৯ মে মন্ত্রণালয়ের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেছিলেন।

বর্তমানে দেশে ৬৫ হাজার ৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত আছেন।