
বিএনপি আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা দেখছে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খুব শিগগিরই দলের প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু হবে। একটি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল জানান, তার দল নির্বাচন নিয়ে সরকারের দেওয়া নির্ধারিত সময়ের ওপর আস্থা রাখছে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ব্যক্তি ইমেজ এবং রাজপথে তাদের অতীতের ভূমিকা প্রাধান্য পাবে।
সংবিধান পরিবর্তন বা সংশোধন নিয়ে বিএনপির অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিএনপি কোনোভাবেই সংবিধানের পরিবর্তন মেনে নেবে না। তবে যদি কোনো সংশোধন প্রয়োজন হয়, তা নির্বাচিত সংসদের মাধ্যমেই হতে হবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন, নির্বাচন বিলম্বিত হলে দেশে সুশাসন ও গণতন্ত্রের যাত্রা ঝুঁকির মুখে পড়বে। নির্বাচন সামনে রেখে বর্তমানে জাতীয় সংসদ নির্বাচন, সংবিধান ও সংস্কার ইস্যুতে রাজনৈতিক অঙ্গন এখনও সরগরম। প্রধান উপদেষ্টার ঘোষণার পরেও ভোটের দিনক্ষণ নিয়ে নানা গুঞ্জন ও অনিশ্চয়তা চলছে, যা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাদানুবাদও চলমান। তবে বিএনপি এই বিষয়ে সরকারের নির্ধারিত সময়ের প্রতিই আস্থাশীল।
Comments