
রাউজান থানা পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু- এর নির্দেশনায় রোববার রাত ১১টার দিকে রাউজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে এসআই সাদ্দাম হোছাইন এ অভিযান পরিচালনা করেন।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উরকিরচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জিয়া বাজার এলাকায় চট্টগ্রাম-কাপ্তাই আঞ্চলিক মহাসড়কের পাশে করিমুল হুদার কুলিং কর্নার দোকানে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় দোকানে অবস্থানরত সন্ত্রাসী মো. আল আমিন (২৯) পুলিশের উপস্থিতি টের পেয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। পালানোর সময় তার কোমর থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি দোকানের ভেতরে পড়ে যায়। পুলিশ তাৎক্ষণিকভাবে অস্ত্র ও গুলি উদ্ধার করে।
এ ঘটনায় অস্ত্র আইনে রাউজান থানায় মামলা দায়ের করা হয়েছে।
Comments