Image description

মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের জজিরা গ্রামে ষাটোর্ধ বৃদ্ধ মো. শাহ-আলম রাড়ীর বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক ধর্ষণ চেষ্টার মামলা এবং তার গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিকেলে গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধনে নারী-পুরুষসহ শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে গ্রামবাসী ও গণ্যমান্য ব্যক্তিরা জানান, শাহ-আলম রাড়ী একজন সৎ ও পরহেজগার ব্যক্তি। তার বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পূর্ণ মিথ্যা ও হয়রানিমূলক। তারা অভিযোগ করেন, মামলার বাদী হিরা বেগম চরিত্রহীন এবং তার মেয়েকে ব্যবহার করে পূর্বেও অনেকের কাছ থেকে অর্থ আদায় করেছেন। তারা দাবি করেন, পুলিশ কোনো তদন্ত ছাড়াই শাহ-আলমকে গ্রেফতার করেছে। তারা এ মিথ্যা মামলা প্রত্যাহার ও শাহ-আলমের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

শাহ-আলমের ভাই এছাহাক রাড়ী, সাগর মুন্সি, জাকির রাড়ী ও এসকান্দার বলেন, “বাদী শাহ-আলমের কাছে দেড় লাখ টাকা দাবি করেছিলেন। টাকা দিতে অস্বীকার করায় তার শিশু কন্যাকে ভিকটিম সাজিয়ে মামলা করা হয়েছে।”

মামলার বাদী হিরা বেগমের বাড়িতে গিয়ে তাকে বা তার পরিবারকে পাওয়া যায়নি, এবং বাড়ির দরজা তালাবদ্ধ ছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা কালকিনি থানার এসআই পল্লব জানান, “সরেজমিন তদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে।”

উল্লেখ্য, ৮ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে হিরা বেগম বাদী হয়ে কালকিনি থানায় মামলা করলে পুলিশ শাহ-আলম রাড়ীকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। রোববার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।