Image description

প্রকৌশল খাতে বৈষম্য দূরীকরণ ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা।

আজ বুধবার বিকাল পাঁচটা থেকে চট্টগ্রামের ২ নং গেট এলাকায় এ কর্মসূচি শুরু করে তারা। কর্মসূচির মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রতীকী গায়েবানা জানাজা পড়েন তারা।

জানাজা শেষে সন্ধ্যার দিকে এক ঘণ্টার জন্য অবস্থান কর্মসূচি স্থগিত রাখেন শিক্ষার্থীরা। তারা জানান, কেন্দ্রীয় প্রতিনিধিদের আলোচনার সুযোগ করে দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে নগরের গুরুত্বপূর্ণ এই সড়কে নেমে শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচি পালন করায় এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। অফিস ছুটির সময় হওয়ায় সীমাহীন ভোগান্তিতে পড়েন অফিস ফেরত মানুষরা।

শিক্ষার্থীরা বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হওয়ার কথা থাকলেও এখনও প্রকৌশল খাতে কোটা ও সিন্ডিকেটের মাধ্যমে অযোগ্যদের আধিপত্য বজায় আছে। এতে মেধাবী বিএসসি ডিগ্রিধারী প্রকৌশলীরা বঞ্চিত হচ্ছেন।