Image description

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হেঁয়াকো বাজারে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। সোমবার (২৫ আগস্ট) জায়গা দখল-বেদখল নিয়ে বিএনপির একপক্ষের মানববন্ধনকে কেন্দ্র করে এ সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। সংঘর্ষের জেরে হেঁয়াকো বাজার রণক্ষেত্রে পরিণত হয়, এবং আতঙ্কে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।

এ ঘটনায় ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক ও হেঁয়াকো-চট্টগ্রাম সড়কে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে তিন দিকে শত শত যানবাহন আটকা পড়ে, যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম পুলিশ ও বিজিবির সহায়তায় অবরোধকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ভূজপুর থানা যুবদলের আহ্বায়ক নুরুল আমীন সাংবাদিকদের জানান, “চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের শান্তিপূর্ণ মানববন্ধনে কিছু ব্যক্তি হামলা করেছে।” অপরদিকে, নাছির উদ্দীন বিপ্লব সংবাদ সম্মেলনে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার চরিত্রহননের জন্য একটি পক্ষ অপপ্রচার চালাচ্ছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী জানান, “হেঁয়াকো বাজারে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”