Image description

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে শ্রেণি শিক্ষক রাজন বড়ুয়ার বিরুদ্ধে ৮ম শ্রেণির ৬ শিক্ষার্থীকে বেধড়ক বেত্রাঘাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়ে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

আহত শিক্ষার্থীরা হলেন—বরইছড়ি মারমা পাড়ার সাথুই অং মারমার মেয়ে অংমেচিং মারমা (১৪) এবং রাঙ্গামাটি সদরের কেরেক কাঁটা এলাকার সুজন চাকমার মেয়ে রিনি চাকমা (১৫)।

ঘটনাটি ঘটেছে সোমবার (২৫ আগস্ট) বিকেলে। শিক্ষার্থীদের অভিযোগ, ক্লাস চলাকালীন প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ওয়াশরুমে যাওয়ার অনুমতি চাওয়ায় শিক্ষক রাজন বড়ুয়া প্রথমে তাদের কান ধরে শাস্তি দেন। পরে বাঁশের বেত দিয়ে ৬ শিক্ষার্থীকে বেধড়ক পেটান। এতে একজন শিক্ষার্থী জ্ঞান হারান এবং আরেকজনের হাতে আঘাত লাগে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা দায়ী শিক্ষকের বিচার দাবি করেছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

কাপ্তাই উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নেলী রুদ্র জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।