Image description

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদক ও দেশী অস্ত্রসহ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের (অনূর্ধ্ব-১৫) সাবেক খেলোয়াড় আশিকুর রহমান আশিক ও তার সহযোগী অরিফ হোসেন বাধনকে আটক করেছে পীরগঞ্জ থানা পুলিশ।

সোমবার সন্ধ্যার আগে পৌর শহরের পীরগঞ্জ-রানীশংকৈল সড়কের বথপালিগাও এলাকায় এডভান্স এলপিজি স্টেশনের পেছন থেকে তাদের আটক করা হয়।

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশ এডভান্স এলপিজি স্টেশনের পেছনে অভিযান চালায়। এ সময় আশিক ও বাধনের কাছ থেকে ১০ পিস ইয়াবা, রামদা, চাপাতি ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়। আশিক পৌর শহরের বথপালিগাও মহল্লার মৃত খলিলের ছেলে এবং বাধন রঘুনাথপুর মহল্লার মকবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, তারা দুজনই মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং আশিক কুখ্যাত মাদক সম্রাট আরমানের সহযোগী হিসেবে কাজ করছিলেন।

২০১৯ সালে জাতীয় অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের খেলোয়াড় ছিলেন আশিক। পুলিশের তথ্য অনুযায়ী, নানা কারণে তিনি মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। রাত সাড়ে ১০টা পর্যন্ত তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।