Image description

কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনের মূল অধিবেশন সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই সম্মেলনের উদ্বোধন করবেন।

রোববার বিকেলে সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়, যেখানে রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে একটি বিশেষ আলোচনা সেশন হয়। এই সেশনে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আস্থা তৈরির উপায় নিয়ে আলোচনা করা হয়। 

রোহিঙ্গা প্রতিনিধিরা অভিযোগ করেন যে, আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার কারণে তারা দিনের পর দিন শরণার্থী জীবন কাটাতে বাধ্য হচ্ছেন। তারা জোরপূর্বক নয়, বরং নিজেদের অধিকার ও মর্যাদা নিয়ে নিজ দেশে ফিরতে চান। সম্মেলনে দেশি-বিদেশি বিশেষজ্ঞ, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, আন্তর্জাতিক সংস্থা এবং শিক্ষাবিদরা অংশগ্রহণ করছেন।