Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেছেন, বিশ্ববিদ্যালয়ে গণহত্যায় অভিযুক্ত সংগঠন হিসেবে ছাত্রলীগের রাজনৈতিক অধিকার থাকা উচিত নয়। তিনি বলেন, 'গণহত্যার দায়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিচার যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ তাদের বাঁচার অধিকার আছে, খাদ্য ও বাসস্থানের অধিকার আছে, কিন্তু তাদের রাজনৈতিক অধিকার তো আপনারা (ঢাবি প্রশাসন) দিতে পারেন না।' সোমবার (২৫ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

আবিদুল ইসলাম খান এই নির্বাচনে অংশগ্রহণকারী বেশ কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তিনি বলেন, ফজলুল হক মুসলিম হলের এজিএস প্রার্থী তোফাজ্জল হত্যা মামলার আসামি। এছাড়া এজিএস রাকিবুল রিয়াদ এবং জিএস এনামুল হাসান ২০২২ সালে ছাত্রদলের ওপর হামলায় জড়িত ছিলেন এবং ছাত্রলীগের সঙ্গে তাদের সম্পৃক্ততা ছিল। তিনি প্রশ্ন তোলেন, এত অভিযোগ থাকা সত্ত্বেও তারা কীভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

তিনি আরও অভিযোগ করেন, বিজয় একাত্তর হলের এজিএস প্রার্থী তানিম কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্রদের ওপর হামলা করেছিলেন। এছাড়া 'স্বতন্ত্র ঐক্য জোট' থেকে মমিনুল ইসলাম বিধান এবং জগন্নাথ হলের ভিপি প্রার্থী স্বপন রায়ও ছাত্রলীগের সাবেক নেতা ছিলেন।

ছাত্রদলের এই ভিপি প্রার্থী ফজলুল হক হলের প্রভোস্টের বিরুদ্ধে 'গুপ্ত শিবির' ও 'বাগছাস' এর প্রার্থীদের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ আনেন। তিনি বলেন, একজন সাংবাদিক প্রার্থী তার প্রতিদ্বন্দ্বীদের ব্ল্যাকমেইল করছেন। আবিদুল ইসলাম নির্বাচন কমিশনের কাছে প্রভোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই এবং তারা প্রচারে বের হলে গুপ্ত সংগঠনগুলো তাদের ওপর হামলা করতে পারে বলে আশঙ্কা করছেন। তিনি প্রশাসনের কাছে এসবের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিয়ে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানান।