
ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে একটি হাসপাতালে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন সাংবাদিক রয়েছেন। সোমবার (২৫ আগস্ট) এই হামলার ঘটনা ঘটে বলে আল জাজিরা ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ফিলিস্তিনের সরকারি মিডিয়া কার্যালয় জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসে অবস্থিত নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েল বোমা হামলা চালায়। এতে নিহতদের মধ্যে সাংবাদিক, চিকিৎসক ও সরকারি কর্মকর্তারা রয়েছেন। এই সাংবাদিকরা রয়টার্স, এপি ও আল জাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের হয়ে কাজ করছিলেন।
হামলায় নিহতদের মধ্যে রয়েছেন রয়টার্সের ক্যামেরাম্যান হুসাম আল-মাসরি। হামলার সময় তিনি হাসপাতালের ছাদ থেকে লাইভ করছিলেন এবং প্রথম হামলায় নিহত হন। হামলায় এপি'র ফ্রিল্যান্সার সাংবাদিক মরিয়ম আবু দাগা এবং আল জাজিরার ক্যামেরাম্যান মোহাম্মদ সালামাও প্রাণ হারিয়েছেন। এছাড়া, নিহত অপর দুজন হলেন মোয়াজ আবু তাহা ও আদমাদ আবু আজিজ।
বিবিসি জানিয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ হামলার সত্যতা নিশ্চিত করেছে। তবে তারা সরাসরি হাসপাতালেই হামলা চালিয়েছে কিনা, তা নিশ্চিত করেনি। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে তারা জানিয়েছে।
দ্য কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এর তথ্য অনুযায়ী, গত ২২ মাসের হামাস-ইসরায়েল সংঘাতে এখন পর্যন্ত ১৯০ জন সাংবাদিক নিহত হয়েছেন। ইসরায়েল এক বিবৃতিতে দাবি করেছে যে, তারা সাধারণ মানুষ বা সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালায় না।
Comments