
লিগে নিজেদের টানা দ্বিতীয় জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ। নতুন মৌসুমে প্রমোশন পাওয়া ওভিয়েদোর মাঠে ৩–০ গোলে জয় পেয়েছে তারা। দলের এই জয়ে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়াস জুনিয়র।
গত ম্যাচে ওসাসুনাকে ১–০ গোলে হারানোর পর ওভিয়েদোর বিপক্ষে এই ম্যাচটি রিয়ালের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল, কারণ প্রতিপক্ষ ও মাঠ দুটিই ছিল তাদের জন্য অচেনা। কোচ জাবি আলোনসো এই ম্যাচে ভিনিসিয়াসকে বেঞ্চে বসিয়ে রদ্রিগোকে শুরুর একাদশে সুযোগ দেন। এছাড়াও, গত ম্যাচের ব্রাহিম দিয়াজের পরিবর্তে ১৮ বছর বয়সী ফ্রাংকো মাস্তানতুয়োনো প্রথমবারের মতো রিয়ালের শুরুর একাদশে জায়গা পান।
প্রথমার্ধে রদ্রিগো উজ্জ্বল থাকলেও, গোলের জন্য রিয়ালকে ৩৭ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। চুয়ামেনি বল কেড়ে নিয়ে আরদা গুলের কাছে দেন, আর গুলের থেকে বল পেয়ে এমবাপ্পে নিচু শটে গোল করে দলকে এগিয়ে নেন।
দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদ কিছুটা ধীর গতিতে খেললেও, এমবাপ্পে এবং ভিনিসিয়াস জুনিয়র ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেন। বদলি হিসেবে নেমে ভিনিসিয়াস দুর্দান্ত প্রেসে বল কেড়ে নেন এবং এমবাপ্পেকে পাস দেন। এমবাপ্পে সেই বল থেকে দলের এবং নিজের দ্বিতীয় গোল করেন।
যোগ হওয়া সময়ে ভিনিসিয়াস জুনিয়র একাই বল নিয়ে ওভিয়েদোর রক্ষণভাগ ভেঙে দুর্দান্ত শটে গোল করে রিয়ালকে ৩-০ ব্যবধানে জয় এনে দেন।
টানা দুই হারে মৌসুম শুরু করা ওভিয়েদো তাদের পরবর্তী ম্যাচ খেলবে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। অন্যদিকে, রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচ ৩০ আগস্ট সান্তিয়াগো বার্নাব্যুতে মায়োর্কার বিপক্ষে অনুষ্ঠিত হবে।
Comments