২৪ ঘন্টার আল্টিমেটাম শেষে ফের ববি শিক্ষার্থীদের ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের কতৃক ইউজিসি এবং শিক্ষা মন্ত্রানালয়কে দেওয়া ২৪ ঘন্টার আল্টিমেটাম শেষে কোনো সাড়া না পেয়ে আবারও ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
সোমবার দুপুর আড়াইটা থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ অবরোধ কর্মসূচি শুরু করেন তারা।
অবরোধকালে শিক্ষার্থীরা বলেন, আমরা আমাদের যৌক্তিক তিন দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি।আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি যাতে মেনে নেওয়া হয় সেই পথেই এতদিন আন্দোলন করেছিলাম। কিন্তু ইউজিসি এবং শিক্ষামন্ত্রানালয় কোনো ভ্রূক্ষেপই করছে না বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপর। গতকাল আমরা বাধ্য হয়ে প্রতীকী মহাসড়ক করে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেই কিন্তু এই ২৪ ঘন্টার মধ্যে ইইজিসি বা শিক্ষামন্ত্রানালয় বা সরকারের থেকে কোনো পক্ষ আমাদের সাথে যোগাযোগ করেনি।তাই আমরা আজ সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছি।
আন্দোলনরত অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের শিক্ষার্থী নাদিম আলমাস বলেন,আমাদের তিনটা দাবি নিয়ে আন্দোলনে নেমেছিলাম। আজ সাতাশতম দিন,বিগত ২৫ দিন আমরা ক্যাম্পাসের মধ্যে শান্তিপূর্ণ আন্দোলন করলেও ইউজিসি বা শিক্ষামন্ত্রানালয় থেকে আমাদের সাথে কোনো যোগাযোগ না করা হলে গতকাল আমরা প্রতীকী অবরোধ করি এবং ২৪ আল্টিমেটাম দেই কিন্তু আল্টিমেটামের সময় শেষ হলেও ইউজিসি বা শিক্ষামন্ত্রানালয় থেকে কোনো সাড়া না পেয়ে আমরা কঠোর আন্দোলন হিসেবে রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি এবং দাবি না মানা অবধি আমাদের এই কঠোর কর্মসূচি অব্যাহত থাকবে।
আন্দোলনরত আর এক শিক্ষার্থী শর্মিলা জামান সেজুতি বলেন, আমরা আজকে রাস্তা ব্লকেড করছি মূলত আমাদের তিনটি দাবি ছিলো তা আদায় করতে। আসলে আমাদের দেশে রাস্তায় না নামলে উপরমহলের কানে পানি যায় না।আমরা চাই,ইউজিসির পক্ষ থেকে আমাদের সাথে আসুক,বসুক,আলোচনা করে সমাধান করুক।
আন্দোলনকারীরা প্রায় দুই ঘন্টা রাস্তা অবরোধ করে রাস্তায় অবস্থান নেন। যার ফলে রাস্তার দুই পাশে দীর্ঘ যানজট দেখা দিলে জনদূর্ভোগ দেখা দেয়।
উল্লেখ্য, আন্দোলনরত শিক্ষার্থীদের তিনটি দাবি হলো- ১.অবকাঠামোগত উন্নয়ন, ২.জমি অধিগ্রহণ ও ৩.পরিবহন সংকট নিরসন।
Comments