
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে এবং ৪১২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর ফলে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১১৮ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৪৪ জন। সোমবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এই তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে, যা ১০২ জন। এছাড়া, চট্টগ্রাম বিভাগে ৭৭ জন, ঢাকা বিভাগে ৫১ জন এবং খুলনা বিভাগে ২৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে যথাক্রমে ৬৯ ও ৫৩ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু সংক্রমণের একটি ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন, জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন এবং আগস্টে এখন পর্যন্ত ৮ হাজার ৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মাসের হিসেবে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন, জুনে ১৯ জন, জুলাইয়ে ৪১ জন এবং আগস্টে এখন পর্যন্ত ৩৫ জন মারা গেছেন।
২০২৩ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা ছিল সর্বোচ্চ, ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। এর তুলনায় ২০২৪ সালে ১ লাখ ১ হাজার ২১১ জন এবং ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন রোগী ভর্তি হয়েছিলেন। ২০১৯ সালেও ১ লাখ ১ হাজার ৩৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল।
Comments