
চট্টগ্রামের ফটিকছড়িতে চোর সন্দেহে তিন কিশোরকে পিটিয়ে মারধরের ঘটনায় একজন নিহত এবং দুজন আহত হয়েছেন। এই নৃশংস ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢালিউড অভিনেত্রী তমা মির্জা। শনিবার বিকেলে তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন, যেখানে তিনি লেখেন, “মানুষ এতো পাশবিক কী করে হয়? এভাবে পিটিয়ে মেরে ফেললো?”
শুক্রবার ভোরে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের চেইঙ্গার সেতু এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম মো. রিহান মহিন (১৫)। তার পরিবারের দাবি, রিহান তার দুই বন্ধুর সঙ্গে এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিল। এ সময় তাদের চোর সন্দেহে ধরে গণপিটুনি দেওয়া হয়। গুরুতর আহত তার দুই বন্ধু মুহাম্মদ মানিক ও মুহাম্মদ রাহাত বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও ক্ষোভ প্রকাশ করছেন। তমা মির্জার স্ট্যাটাসের নিচে অনেকেই মন্তব্য করেছেন, যেখানে তারা এই ঘটনার জন্য তীব্র নিন্দা জানিয়েছেন। একজন নেটিজেন লিখেছেন, “ভিডিওটা দেখার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছি। মানুষ কীভাবে এতটা নিষ্ঠুর হতে পারে, ভাবতেই গা শিউরে উঠছে।”
Comments