Image description

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার মধুমতি নদী থেকে গলায় গামছা পেঁচানো ভাসমান অবস্থায় অজ্ঞাত (৪৮) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় উপজেলার পাটগাতী লঞ্চঘাট এলাকার মধুমতি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, সন্ধ্যার দিকে পাটগাতী লঞ্চঘাট এলাকায় মধুমতি নদীতে ওই অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ও টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ আড়াই শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, মরদেহের গলায় গামছা পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যা করে ওই ব্যক্তিতে নদীতে ফেলে দিলে ভাসতে ভাসতে এখানে চলে এসেছে। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।