
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও অমাবস্যার প্রভাবে বরিশাল বিভাগের ১১টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া আরও ৮টি নদীর পানি বিপৎসীমার কাছাকাছি চলে এসেছে। রোববার (২৪ আগস্ট) পানি উন্নয়ন বোর্ড এ তথ্য নিশ্চিত করেছে।
পানি উন্নয়ন বোর্ড বরিশালের জলানুসন্ধান বিভাগের উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম জানিয়েছেন, ঝালকাঠির বিষখালী নদীর পানি ১০ সেন্টিমিটার, বরগুনার বেতাগী উপজেলার ১৮ সেন্টিমিটার, বরগুনা সদর উপজেলার ১২ সেন্টিমিটার, পাথরঘাটা উপজেলায় ১৯ সেন্টিমিটার, ভোলার তজুমদ্দিন উপজেলা পয়েন্টে মেঘনা নদীর পানি ১ মিটার, দৌলতখান উপজেলায় ৪১ সেন্টিমিটার, ভোলা খেয়াঘাট পয়েন্টে তেঁতুলিয়া নদীর পানি ৬ সেন্টিমিটার, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পায়রা নদী পানি ১০ সেন্টিমিটার, পিরোজপুরের বলেশ্বর নদীর পানি ৩০ সেন্টিমিটার, উমেদপুর পয়েন্টে কঁচা নদীর পানি ১৫ সেন্টিমিটার এবং বরিশালের হিজলা উপজেলার ধর্মা নদীর পানি ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
তিনি আরও জানান, পানি উন্নয়ন বোর্ড দক্ষিণাঞ্চলের নদীসমূহের ১৯টি গুরুত্বপূর্ণ গেজ স্টেশনের পানির উচ্চতা পর্যালোচনা করে এই তথ্য পেয়েছে।
তাজুল ইসলাম বলেন, বৃষ্টি এবং নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপকূলীয় এলাকায় বসতবাড়ি ও ফসলের ক্ষেতে পানি প্রবাহিত হচ্ছে।
Comments