Image description

চট্টগ্রামে বাড়ছে চিকুনগুনিয়ার প্রকোপ। তিন সপ্তাহেই আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১২০০ জন। সংশ্লিষ্টরা বলছেন, এর বাইরেও আক্রান্তের সংখ্যা কয়েক গুণ। 

মেডিসিন বিশেষজ্ঞ ডা. হামিদুল্লাহ মেহেদী বলেন, চট্টগ্রামে চলতি বছরের প্রথম ছয় মাসে চিকুনগুনিয়া আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৪ জন। আর আগস্টের তিন সপ্তাহেই আক্রান্ত ১২ শতাধিক। কোনো পরিবারে একজন আক্রান্ত হলে কয়েকদিনের মধ্যে অন্য সদস্যরাও আক্রান্ত হচ্ছেন। জ্বর সেরে যাওয়ার পরও দীর্ঘ সময় থাকছে নানা শারীরিক জটিলতা।

ডা. হামিদুল্লাহ মেহেদী আরও বলেন, সরকারিভাবে এখনও চিকুনগুনিয়া পরীক্ষার ব্যবস্থা হয়নি চট্টগ্রামে। বেসরকারি হাসপাতালে পরীক্ষায় খরচ লাগছে বেশি। তাই লক্ষণ দেখেই বেশিরভাগ রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, এরইমধ্যে নগরীতে চিকুনগুনিয়ার হটস্পট নির্ধারণে জরিপ করা হয়েছে। জরিপে ২০টি স্থানকে ঝুঁকিপূর্ণ এবং পাঁচটি এলাকাকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।