Image description

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৭ জন নতুন ডেঙ্গু রোগী। মৃত চার জনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা ছিলেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১১৪ জনে দাঁড়িয়েছে।

শনিবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় যারা নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩২ জন, ঢাকা বিভাগের অন্যান্য অঞ্চলে ৩১ জন, বরিশাল বিভাগে ৫৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫৭ জন এবং ময়মনসিংহ বিভাগে ৩ জন রয়েছেন। 

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ১ হাজার ৩০৭ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকার বাইরে ৫৩৬ জন এবং ঢাকা মহানগরীতে ৭৭১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গুর বিস্তার রোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার পাশাপাশি সতর্কতা অবলম্বনের জন্য তারা নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছে।