
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দিলিলপুর গ্রামে ধর্ষণ মামলার বাদি ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়েছে আসামিদের সহযোগীরা। এ ঘটনায় শনিবার (২৩ আগস্ট) বিকালে বেগমগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরির (জিডি) আবেদন করেছেন ভুক্তভোগী ওই নারী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের দিলিলপুর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় দিলিলপুর গ্রামের মৃত আরব আলীর ছেলে ও রাজগঞ্জ বাজারের ফল ব্যবসায়ী নিজাম উদ্দিনের কাছে ৩ লাখ ৭০ হাজার টাকা পাওনা ছিলেন। গত ১ জুলাই নিজাম উদ্দিন পাওনা টাকা দেওয়ার কথা বলে ভুক্তভোগী নারীকে তার শ্বশুরবাড়িতে ডেকে নেন। সেখানে নিয়ে নিজাম উদ্দিন ও তার বন্ধু একই গ্রামের রেজাউল হক আইয়ুব খান ভুক্তভোগী নারীকে একটি ঘরে আটকে রেখে জোরপূর্বক বিবস্ত্র করে ধর্ষণ করেন এবং তারা একটি মুঠোফোনে ধর্ষণের ভিডিও ধারণ করেন।
এই ঘটনায় ভুক্তভোগী নারী গত ৫ আগস্ট বেগমগঞ্জ মডেল থানায় মামলা করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। তবে আসামিরা কারাগারে থাকলেও তাদের পরিবারের সদস্য ও ভাড়াটে সন্ত্রাসীরা মামলাটি তুলে নিতে ভুক্তভোগী ও তার পরিবারকে প্রাণনাশসহ লাশ গুম করার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী নারী।
ওই ভুক্তভোগী নারী বলেন, আমরা বর্তমানে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। মামলা তুলে না নিলে আমাকে ও আমার পরিবারকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। তাই আজ শনিবার বিকালে আমি নিজেই বেগমগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরির আবেদন করেছি। আমি ও আমার পরিবারের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি।
এবিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, ভুক্তভোগী নারীর জিডির আবেদন গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Comments